মেঘ অদিতি এর দুটি কবিতা
অর্জুনের পাতা
নিদ্রাহীনতার খুব কাছে
ওই পাণ্ডুরতা প্রচ্ছন্ন ইংগিতবাহী
চৈতন্য আঁচলে পাতা বিনম্র শামুক
জনশূন্য সমতট ধরে ধুলো অরণ্যে ফিরে এলে
স্তব্ধতায় ঝরে যায় অর্জুনের পাতা
ভয় হয়-
স্মৃতিবিনিময় শেষে মুছে যাবে সবাক চিত্র
এবার গুলঞ্চ ভরে যাবে ধোঁয়া অন্ধকারে
ছায়াটুকু পড়েছে উঠানে
ভেঙে যায় কন্ঠস্বর, ভাসমান জল
স্পর্ধিত হাতের চাপে ভেঙে পড়ে চাঁদ
দগ্ধে দগ্ধে বাঁচে শুধু নীলকন্ঠ পাখি
অরণ্যে লেগেছে আজ বারুদের তাপ
প্রকৃত অন্ধকার
তীব্র নখরে আঁকে বিভেদের ছাপ
গেরস্থালি ছাই মাখা স্পর্শাতুর ছায়াটুকু পড়েছে উঠানে
পোড়া আসবাবের পাশে হেলানো দ্বি-চক্রযান
আমার তীর্থভূমি কেন পুড়ে পুড়ে যায়...
নিদ্রাহীনতার খুব কাছে
ওই পাণ্ডুরতা প্রচ্ছন্ন ইংগিতবাহী
চৈতন্য আঁচলে পাতা বিনম্র শামুক
জনশূন্য সমতট ধরে ধুলো অরণ্যে ফিরে এলে
স্তব্ধতায় ঝরে যায় অর্জুনের পাতা
ভয় হয়-
স্মৃতিবিনিময় শেষে মুছে যাবে সবাক চিত্র
এবার গুলঞ্চ ভরে যাবে ধোঁয়া অন্ধকারে
ছায়াটুকু পড়েছে উঠানে
ভেঙে যায় কন্ঠস্বর, ভাসমান জল
স্পর্ধিত হাতের চাপে ভেঙে পড়ে চাঁদ
দগ্ধে দগ্ধে বাঁচে শুধু নীলকন্ঠ পাখি
অরণ্যে লেগেছে আজ বারুদের তাপ
প্রকৃত অন্ধকার
তীব্র নখরে আঁকে বিভেদের ছাপ
গেরস্থালি ছাই মাখা স্পর্শাতুর ছায়াটুকু পড়েছে উঠানে
পোড়া আসবাবের পাশে হেলানো দ্বি-চক্রযান
আমার তীর্থভূমি কেন পুড়ে পুড়ে যায়...
asadharon!
উত্তরমুছুনআহা! দারুণ ... শুভ কামনা।
উত্তরমুছুনদারুণ
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুননিদ্রাহীনতার খুব কাছে
উত্তরমুছুনওই পাণ্ডুরতা প্রচ্ছন্ন ইংগিতবাহী
এক টুকরো বাংলাদেশ।
উত্তরমুছুন