একটি সংগ্রামের নরউৎস রায় চৌধুরী 
কি আছে বলার
 সাদা পথ ,
 লুকিয়ে রাখা সব-
 ওরই ভেতর খুঁজে নাও,
 শ্রমিকের ইতিহাস-
 ওরই পাশে উন্মাদ হাসে,
 হাসে অসহিষ্ণু পাগল- 
কি কাগজে লেখো
 কলম ও ঢেউ,
 সবই তো ক্ষয়বোধ-
 ওরই কাছে জঠরে বাঁধা,
 ভাঙা প্রজাতি গান-
 ওরই জীবনে নিঃসঙ্গতা বোধ,
 রক্ত জলের মান । 
 
 
khub bhalo...........
উত্তরমুছুন