মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

কবিতা - পিয়ুষকান্তি বন্দ্যোপাধ্যায়

বুধনার মা..
পিয়ুষকান্তি বন্দ্যোপাধ্যায়


চল রি,ঘরকে,তাতছে মাটি
চাঁদি ফাটছে ,হলকা গায়ে
জল নাই,চুষছে ওলের ডাঁটি
শুকন্যা কাঁধায় ছায়েমায়ে

ঝনঝন কাঁপছে গমের কাঁচকি
হাঁ হুং বাজছে আংঠির খাল
ওই শুন হইহই,বায়ের আঁচ কি!
ফুসছে দাওদাও কার খড়-চাল?

দ্যাখ,ট্রাক চমকায় ধুল্যার পালকি
রাস্তার পাস দিং কলঘর যায়,
ড্রাইভার শিস দ্যায়,চাহুনির চাল কি
ভকভক গন্ধের লাল মদ খায়

ছুটকি,চল ভাই,বুধনার বাপটো
তিনদিন থেকি জ্বরজ্বর গায়,
থাম ভাই,এই ল্যান প্লাস্টিক কাপটো,
নুন লেই এইটুন,(উ)ভাত দিং খায়।

লোকটো মদ খেং চিল্ল্যায় দিনভর
মুনটো কিন্তুক ঠিক তালরস
কাঁদছি,কাটছি,করছি ধড়ফড়
মুনটো আজতক অর-পর বশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন