কবিতা - বর্ণশ্রী বক্সী
কাগজের নৌকা
বর্ণশ্রী বক্সী
কাগজের নৌকাখানি ভাসাই জলে
কাগজের নৌকাখানি ভাসাই জলে
প্রেমহীন মাঝ দরিয়ায়
ভীষণ পাণি
সে পাণির সোয়াদ শুধু লবণ লবণ,
এমনে দুঃখ-জ্বালা
গরল ভেল !
এ কাঙাল হৃদয় কেবল
কেঁদেই মলো,
মরমে ভীষণ তিয়াস
আগুণ-জ্বলা,
ভালোবাসা প্রেম নাকি কয়
কেবল মিছে,
খেলাঘর বাঁধতে চেয়ে
ভেঙেই ফেলা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন