মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

কবিতা - রাজীব ঘোষ

নাচ রাধা নাচ
রাজীব ঘোষ


চরণ ছুঁয়ে যে নিশিপদ্ম হেঁটে যায়
ঘুমন্ত ঝাউয়ের খেতে তুফন তুলে নিশ্বাস
মনের অনেক গভীরে জড়িয়ে যায় কলমির ডগা
তবু পরকীয়া চায় গোপন পরিয়ায়ী দল
তোমায় আঁকড়ে ধরে কালাচাদ ওরা হাসে নির্জন
কত গল্প কত ধুলোঝড় আছড়ে পড়ে
শিয়োরবনী চিরদুর্জ্ঞেয় অনুভব থেকে ওঠে বাঁশি
তিনটি রুটে ঊড়ে যায় চাঁদের উপর দিয়ে
কোরাসে জম্মানো চাবুক ঠোঁটে ঠোঁটে ঘোরে
পুরুষ তুমিই জানো কী করে উর্বরা হয় মাটি
বসন্তে আবীর নদীর বক্ষে গাঁথা নাচ রাধা নাচ
নৃত্যচঞ্চলা ঢেউ আকুল মাটিকে ছিনিয়ে নিতে নাচ
শ্যাওলাধরা কোমরে সুগন্ধি স্বপ্ন লুকিয়ে -
মুছে ফেল সুন্দর দোষটুকু শ্যামল শোভন গায় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন