মাথার ভেতরেই
প্রশান্ত সরকার
‘মাথার ভেতর শূন্য নয়, ষড়যন্ত্র আছে’ –
সোমাভ দা বলেছিল, ঠিকই
কিন্তু আমরা কেউই ততটা বোকা নই
যে ঘাতক ব্রুটাসের পিঠে
লুকোনো ছুরি দেখতে পাবোনা
দেখতে পাবোনা সহস্র ইটের ভেতরেও
একটা নরসিংহ মুখ
মুখোশ পরে বসে আছে যে একজন
বিষ্ণুর আদবকায়দা জেনে,
কোলে বসিয়ে, পরের দৃশ্যে
পেট চিরে ফালাফালা,
টেনে নেবে টোম্যাটো সসে দ্রবীভূত চাউমিন,
আর মাননীয় হিরন্যকশিপু
পাওনা চেয়ে নেবে বিকেলের পর,
সেসব আমাদের দেখার কথাও ছিল না
সোমাভ দা না বললেও আমরা বুঝতে পারতাম
প্রত্যেকটা কুরুক্ষেত্র
আসলে আমাদের মাথার ভেতরেই থাকে
পরিকল্পিত, প্রত্যেকটা যুদ্ধের আগে বা পরে
প্রশান্ত সরকার
‘মাথার ভেতর শূন্য নয়, ষড়যন্ত্র আছে’ –
সোমাভ দা বলেছিল, ঠিকই
কিন্তু আমরা কেউই ততটা বোকা নই
যে ঘাতক ব্রুটাসের পিঠে
লুকোনো ছুরি দেখতে পাবোনা
দেখতে পাবোনা সহস্র ইটের ভেতরেও
একটা নরসিংহ মুখ
মুখোশ পরে বসে আছে যে একজন
বিষ্ণুর আদবকায়দা জেনে,
কোলে বসিয়ে, পরের দৃশ্যে
পেট চিরে ফালাফালা,
টেনে নেবে টোম্যাটো সসে দ্রবীভূত চাউমিন,
আর মাননীয় হিরন্যকশিপু
পাওনা চেয়ে নেবে বিকেলের পর,
সেসব আমাদের দেখার কথাও ছিল না
সোমাভ দা না বললেও আমরা বুঝতে পারতাম
প্রত্যেকটা কুরুক্ষেত্র
আসলে আমাদের মাথার ভেতরেই থাকে
পরিকল্পিত, প্রত্যেকটা যুদ্ধের আগে বা পরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন