অজস্র পাতাবাহারি সিটি
ইসফ়ানদিয়র আরিওন
অন্ধকার জাপটে ধরে বলেছিলেـــــ আমার কাছে আলো আছে
সেই আলোর আবদার রাখতে গিয়ে কান পেতেছি বুকভরা হতাশায়
তোমার লম্বা বারান্দায় ঝাউশাখাদের বিতাড়িত বিকেল, কেয়ার কাঁটায় বিদ্ধ দুজনার ভুলভুলাইয়া মন, অঘ্রহায়ণের বিমর্ষ বিকেলে চড়ুইদের ডানা খুশবু, দুটো চোখ, শামনে হাজারো অঙ্গের লালিত্য ঢেকে রেখেছ ময়ূরের ধুপছায়া পাখায়, ঠোঁটে জমাট কুয়াশা, মাটিমাখানো তোমার সেই উল্লম্ব শরীর,
আর নাগলিঙ্গমের গন্ধে বিভূষিত তোমার সেই আধ্যাত্মিক স্তনজুটি
আর আমার তাসবিহ গুনে গুনে দেওয়া সিটি
উহ্, আর কিছু না হয়ে যদি তোমার অলক হতাম তোমার চিবুক স্পর্শ করতাম চন্দ্রাহত জঘন্য রাতে ।
কোনো এক বনফুলের মনে কষ্ট দিয়ে পৃথিবীতে বেশিদিন বেঁচে থাকা যায় না । অথচ, আমার আজন্ম আরাধ্য থাকবে বনফুল হব । কার্তিকের গোধুলি তোমার বৃন্তে ঘষে ঘষে নেমে পড়ব দূর্বাষ্টমীর আববাহিকায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন