সোমবার, ১৫ এপ্রিল, ২০১৩

কবিতা - সায়ক চক্রবর্তী

সায়ক চক্রবর্তী
এভাবেও শুরু হয়


দু একটা কথা যাও বাকি, নিয়ে যেও সাথে
একা পড়ে থাক ফটো ফ্রেম বুক-শেল্ফে।
বাথরুমে শাওয়ারের সুর নেই,
চেনা রোদ বাড়ির মাথায় বসে ডাকে পরিচিতা নামে –
যার সাথে মাখামাখি শরীর ছড়িয়ে।
সুখ চলে যায় সুখী হলে, এটাই মুখস্থ করে
বোকা ছেলে ছাদের কিনারে বসে।
এখানেই উপক্রমণিকার সূচনা...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন