বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

কবিতা - ইমেল নাঈম


অন্ধকারের ছবি
ইমেল নাঈম


এই সেই ঘর যেখানে কবি থাকতেন !

একদিন খুব সাহস করে ঢুকে দেখি কবির ব্যাবহৃত কিছু আসবাব খুব যতন করে তাকিয়ে রয়েছে আমার দিকে । ঘরটির ডানে রয়েছে বেতের এক সেট সোফা আর একটি টি টেবিল আর বা পাশে পুরনো পালঙ্ক খুব পরিপাটি করে গোছানো , যেমনটি গোছানো থাকে কবিতারা। দেয়াল জুড়ে রয়েছে কিছু পোট্রেট , সম্ভবত কবির আঁকা আর ফ্রেমে বাঁধাই করা দুটো কবি মুখ । ঘরের পূর্বে চোখ যেতেই দেখি বিশাল আকৃতির বুক শেল্ফ , বই গুলোর দিকে তাকিয়ে দেখি কবি স্পর্শে তারা আজো প্রাণবন্ত , মিটি মিটি করে হাসছে আমার দিকে তাকিয়ে । ঘরের কোনে চোখ যেতেই দেখি একটি পড়ার টেবিল , উপরে রাখা পুরু কাঁচের চশমা আর উই পোকায় খাওয়া কবিতার খাতা ।পশ্চিমের দরজা পেরিয়ে দেখি বারান্দা … সেখানে এক আরাম কেদারা স্থীরভাবে দাঁড়িয়ে আছে ।

সবার অলক্ষে খুব সাহস করে বসে যাই আরাম কেদারায় … বসা মাত্রই চোখে ভেসে উঠে অন্ধকারের ছবি ! সেখানে একে একে দৃশ্যপটে ভাসতে থাকে নয় তলা বিধ্বস্ত বাড়ি আর শত প্রাণের হাহাকার … কিছুক্ষণ পরে দেখি অন্ধ নাবিকদের মিথ্যে ফুলঝুড়ি ও অসৎ সারেংদের বিকৃত মুখ … আরো দেখি সাধারণের ঘৃণা ভরা দৃষ্টি ।

কিন্তু এই চেয়ারে বসে কবি দেখতেন পদ্মা নদী আর প্রকৃতির ছবি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন