বৃহস্পতিবার, ২ মে, ২০১৩
কবিতা - অরিন্দম চন্দ্র
কবিতার শেষে
অরিন্দম চন্দ্র
আজ আর কলমকারি নয়,
সারারাত জেগে আঁকিবুকির দিন
শেষ আজ...
মেঘমন্দ্র স্বরে বুকের কাছটায়
কে যেন গজরাচ্ছে।
বিস্ফোরণের ঠিক আগে
চেতনায় একটানা ঝিঁঝিঁর ডাক।।
কাউন্টডাউনের শুরু-
কবিতার শেষে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
‹
›
হোম
ওয়েব সংস্করণ দেখুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন