যেগুলো আরোপিত নয়
পার্থ প্রতিম রায়
এখন চাই বুকের উপর অনাবৃত জলন্ত চুল্লী..
স্রেফ আজন্মের অতৃপ্তি যন্ত্রনা তোকে দিতে পারি ।
পুরুষের বিলাসবাসিনী পুতুল হবি ?
নাকি উত্তপ্ত আবেগ ভাঙব তোর ওই উদ্বেল ঠোঁটে
সত্যসাক্ষী লেজ ভাঙ্গা টিকটিকি,তোর বুক বেয়ে
এলোমেলো মিশে যাচ্ছে দ্বিধা-নমিত মুখে
অদৃশ্য শিখা আমার শয্যাসঙ্গী, নিমেশইদ্বিধা
ঢেলে অশান্তির চুক্তি
মূলত- দর্জির মতো আনুষঙ্গিক ফাঁকিতে
দরজা কাঁপা আর্তনাদগুলো বারবার আরোপ করি
আর সঙ্গে সঙ্গে মুষড়ে পড়ে ঘোর বিরোধিতা।
তাই হয়তো ভাগ্যকে দোষ দিয়ে ঈশ্বরের নজরবন্দীহওয়া
-আমার কাজ নয়।
তাই আমি নস্টালজিক বদমাশ হতে পারি, কাপুরুষ নই।
পার্থ প্রতিম রায়
এখন চাই বুকের উপর অনাবৃত জলন্ত চুল্লী..
স্রেফ আজন্মের অতৃপ্তি যন্ত্রনা তোকে দিতে পারি ।
পুরুষের বিলাসবাসিনী পুতুল হবি ?
নাকি উত্তপ্ত আবেগ ভাঙব তোর ওই উদ্বেল ঠোঁটে
সত্যসাক্ষী লেজ ভাঙ্গা টিকটিকি,তোর বুক বেয়ে
এলোমেলো মিশে যাচ্ছে দ্বিধা-নমিত মুখে
অদৃশ্য শিখা আমার শয্যাসঙ্গী, নিমেশইদ্বিধা
ঢেলে অশান্তির চুক্তি
মূলত- দর্জির মতো আনুষঙ্গিক ফাঁকিতে
দরজা কাঁপা আর্তনাদগুলো বারবার আরোপ করি
আর সঙ্গে সঙ্গে মুষড়ে পড়ে ঘোর বিরোধিতা।
তাই হয়তো ভাগ্যকে দোষ দিয়ে ঈশ্বরের নজরবন্দীহওয়া
-আমার কাজ নয়।
তাই আমি নস্টালজিক বদমাশ হতে পারি, কাপুরুষ নই।
এই সময়ের যে সব কবি কবিতাটা বোঝে - পার্থ তাদের একজন । খুব ভালো লেখা । ভালোবাসা জানাই ।
উত্তরমুছুনভাল লাগলো ।
উত্তরমুছুনঅনবদ্য আঙ্গিক ও প্রকরণ...শুভেচ্ছা পার্থ...
উত্তরমুছুন