শনিবার, ১৫ জুন, ২০১৩

কবিতা - হীরক মুখোপাধ্যায়

ত্রিভূজ
হীরক মুখোপাধ্যায়


(১)
একটা রেডিও সারাদিন বাজতো, এফএম বিবিধ ভারতী
আরো কত কি,
এখন তেমন বাজে'না, বাজলেও থমকে যায়,
তারপর হয়তো আবার বাজে বা বাজেই'না।

(২)
একটা ঘুড়ি সারাদিন আকাশে আকাশে উড়তো পাখীর
সাথে পাল্লা দিয়ে,
এখন আর ওড়ে'না, এমনকি আকাশও দ্যাখে'না,
বাকি ঘুড়িগুলো যখন ওড়ে তখন সে মাটির দিকে
চেয়ে বসে থাকে।

(৩)
রেডিও আর ঘুড়ি একদিন আমার কাছে এসে বায়না জুড়লো
ওদের নাম চাই,
আমি রেডিও'র নাম দিলাম মনঃকষ্ট
.......ঘুড়ি'র নাম দিলাম নৈরাশ্য
ওরা জিজ্ঞেস করলো, তোমার নাম কি?
বললাম, আশাবাদী,
আমি গল্পের গরুকে কল্পতরুর পাতা ছিঁড়ে খেতে দিই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন