শর্মিষ্ঠা ঘোষ
তাই বলে ফিরে যাব ?
না হয় ছিলোনা সেই আরব্যরজনী
খেলেছে নিষাদ বিষাদ একাএকা কোমল গান্ধারে
ঋষভের হাত পঞ্চমী বিস্তারে ধরেছে দয়িত
এতোখানি কষ্টকল্পনা বস্তুনিষ্ঠ মন্দাক্রান্তা কতখানি
তাই বলে ভিজবোনা ?
নাহয় বৃষ্টি এখানে ছিল না সেদিনও
ঝুমচাষী মাটি ছুঁয়ে ডুবেছিল অপূর্ব ব্রীড়ায়
উড়ে খুঁড়ে দেখেনি কলিজা ধমনী স্নায়ু দ্বীপবিভাজিকা
এতোখানি প্রেমে ছিল অপ্রেমে আরও কতখানি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন