একঘরে
সৌরভ ভট্টাচার্য্য
আমরা দুজনে একঘরে হলেই বিপদ...
এই বুঝি দেয়ালটা ভেঙ্গে পরবে
দুটো শতাব্দী মুখমুখি,মধ্যে প্রাচীন উৎসস্থল---
খত..চিহ্ণ..ছেদ... পূর্ণছেদ...!
কাম অন!.. ফাস্ট...!
গত উনিশ বছর আমি কামারসালায় কাটিয়েছি---
আগুন...হাতুরি...মজ্জা...।
এক্ষুনি আমায় শুয়ে পরতে হবে ফার্নেসে,
তাপ সংগ্রহ করতে হবে পরের একশো বছরের জন্য ।
সত্যি---
তোমায় ভালোবাসা কত কঠিন...!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন