অন্য আকাশ
আকাশ দত্ত
দেওয়ালের ওঠাপড়া
যখন সংবাদপত্রের পা কালো করে আসে
তখনই জন্ম নিই আমি
চোখ মেলে মাপি
কোন দেশে কতটা বৃষ্টি হয়
শুকিয়ে নেওয়ার পোষাকে
তখনও ঘড়ি দেখা ঠিক শিখিনি
তবু বন্ধ টিকটিক
খুঁজে নেয় একলব্যের চোখ
বেরঙ প্রমাদে
অন্ধকার সয়ে গেলে দৃষ্টি স্বচ্ছ হয়
কোঁচড় ভরে যায় পরিপাটি অবসরে
হাত পাতা সন্ধ্যায়
ধীরে ধীরে রাত নিভে আসে
চশমার মোহেই
এইভাবে দাহ্য হই দহনের আগে
এইভাবে একদিন অপেক্ষা করি
মরার পরের বাঁচার !
khub valo laglo akash...:)
উত্তরমুছুনদারুন রে......
উত্তরমুছুন