শনিবার, ১৫ জুন, ২০১৩

কবিতা - তন্ময় ভট্টাচার্য

নির্বাচন আসছে
তন্ময় ভট্টাচার্য



অযৌক্তিক রাস্তায় হাঁটার সাধ্য নেই
জেনেও তামাশা করে প্রোলেতারিয়েত অর্বুদ

এদিকে সন্ধ্যা হলে আবদারী ভালোবাসা
আবগারী অফিসের খুঁটি ধরে নামতা শেখায়
 
ব্যাঙের পকেট কেটে মানুষের তুলনা দেয়া তো
বিজ্ঞানে অগ্রগতিই
 
সকালে পান্তাভাতী আচমন শেষ করে
আয়না সময় দেখে...ঠিকঠাক নট বাঁধা কিনা
 
ওপরে হাতের ফাঁকে কল্কে নেশার ঘোর
নটরাজ আধবোজা চোখে আজও সমীক্ষা চালান-

উনপঞ্চাশ বায়ু আঁতেলের সহোদর কি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন