শনিবার, ১৫ জুন, ২০১৩

কবিতা - দেবায়ুধ চট্টোপাধ্যায়

ভালোবাসা অ্যাপার্টমেন্টস
দেবায়ুধ চট্টোপাধ্যায়


ফ্ল্যাট নম্বর ৬০৫

এখানে মাতাল কবির নিঃসঙ্গ বইপত্রেরা থাকে। জি প্লাস সিক্সের উচ্চতায় উঠে আসে না টায়ারের স্ক্রীচ, বিপজ্জনক ট্যাক্সির আওয়াজ; কিম্বা রাত বাড়লে হাঘরে কুকুরের ডাক। শুধু তার ক্ষুধার্ত দু চোখ যেন কায়ক্লেশে শান্তি খোঁজে আশ্চর্য রাস্তার পীচে। চতুর্দিকে মৃতপ্রায়; গতি বলতে অ্যাশট্রে থেকে উঠে আসা ধোঁয়ার লাইন, শব্দ বলতে কাঁচের গেলাসে তরল ঢালার শব্দ।

সাত বছর কেটে গেলো, কোন কেউ আসে নি এখানে। দেওয়ালের ভ্যাপসা ইঁটে ছড়ানো মৃত্যুর মত আগলে রেখেছে মাতাল কবিকে। কবিটিও বেশ আছে। মৃত্যু নিয়ে, শব্দ নিয়ে, অক্ষরের নির্জনতা নিয়ে। আলো-আঁধারির প্রহসন বিশেষ জ্বালায় না তাকে শুধু রাস্তা ভুলে বৃষ্টি এলে জানালা বন্ধ করতে করতে খেয়াল হয় তার সাতজন্ম হেলায় গেল,একটাও কবিতা হল না...।


ফ্ল্যাট নম্বর ৯০২


শ্রীযুক্ত সেনের শান্তিনীড়ে গত সাত মাস
                    মেনোপজ পেরোনো স্তব্ধতা
ঘুরে বেড়াচ্ছে লিভিং রুম, রান্নাঘর আর
                    বিছানার জটিল অ্যাক্সিসে
এখানে হেমন্তের চিরস্থায়ী বাসা
ঝরাপাতার মত সুখ, ভোগ, বিলাসিতাগুলো
                    ছড়িয়ে রয়েছে ফার্নিচারে, এদিকে ওদিকে
শুধু যাবতীয় চাওয়া- পাওয়া
ভোর পাঁচটায় পর্দা টেনে ঈশ্বরের মুখোমুখি হয়

আশীর্বাদী স্বান্তনার ভ্রমে কেটে যাবে বাকিটা সময়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন