নারী নাকি দেবী
শৌনক দত্ত তনু
ভাঁজ খুলে যায় একলা থাকার
মাধবীলতা সেন
তুমি কি সত্যিই জানো না
রাতের মনোরম রঙ অন্ধকার
সত্যিই জানো না
তোমাকে পোড়ানো ছাই
স্তুতিতে উচ্চারিত হয় মন্ত্রে মন্ত্রে
মন্দিরে মন্দিরে
ভালোবেসে নাকি উপহাসে
বহুকাল পরে জেনেছি
রাত্রির সমার্থক তুমি
এবং তোমার অন্য নাম শ্রদ্ধা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন