শনিবার, ১৫ জুন, ২০১৩

কবিতা - ইমেল নাঈম

ইটিশ
ইমেল নাঈম


আমার কোন লজ্জা নেই
আমি এক কথাই বলব ,
সুযোগ পেলে মানুষের কাছে যাবো
অতঃপর বলব জনে জনে ।
যদি এখানে আটকে রাখো তবে
বৃক্ষ আর পাতাকে জানাবো
অভিযোগ , মুহূর্তেই পৌঁছে
যাবে তা দেবতারই কানে ।

কথা গুলো ঠিক এভাবেই
বলেছিল মেয়েটি , প্রতিদানে
ধর্ষক কেটে নিয়েছিলো জিহ্বা ।

গভীর রাতে মেয়েটির ক্রন্দনে
গলেছিল শিকারির মন ,
কাছে গিয়ে শুনেছিল
তার বেদনা । এভাবেই পৌঁছে
গেল সে খবর ধর্ষকের ঘরে ।
ক্রোধান্বিত কেউ হত্যা করল
মানব শিশু , অতঃপর
খাওয়ালো সেই ধর্ষককে।

ধর্ষক যখন বুঝলো এটা
তার সন্তান ইটিশের মাংস।
সাথে সাথে মারতে উদ্যত হল ....
তখনই দেবতা এসে
বিচার কাজ সমাপ্তি করলেন ।

এখনো
ফিলোমিনা, প্রকনি, তেরেউসেরা
পাখি হয়ে বেঁচে যায়
শুধু ইটিশেরা ফেরে না আর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন