বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

ধারাবাহিক - রাজর্ষি চট্টোপাধ্যায়


অবভাস
রাজর্ষি চট্টোপাধ্যায়



১১

He was born at the hour of bulls…


গাদা করা টেবিলে একটু সরিয়ে পেনসিল, নোটবুক, কফিকাপ। পাশে টাইমস আর টেলেগ্রাফ।
কফিকাপটা কায়দার। কোন এক বান্ধবীর দেওয়া।
একদিকে লেখাঃ
April 20 - May 20
taurus
the bull
অন্যদিকে কিছু বিশেষণ, ছড়ানো ছেটানোঃ
stubborn
                    patient
    loving
                                           sympathetic
                   subtle
appreciative
                             practical
                                                       efficient
     generous
                                  teachers
                 understanding

এর মধ্যে stubborn, loving, sympathetic, practical আরgenerous শব্দগুলো অপেক্ষাকৃত বড় ফন্টে ছিল।
কী মনে হল তার,  কাগজদুটোর রাশিফলের পাতাগুলো খুলে বসল। তারপর দাগাল। ২৮শে জুলাই।
দ্বিতীয়টায় কুসুম ভান্ডারী লিখেছেন-
Look for new ways to handle situations. The sheer force of your personality will ease you out of a tricky situation.
আর প্রথমটায় বেজান দারুওয়ালা-  
You face a fresh new challenge – from within yourself, wishing to excel in what you do. An excellent time for moving out of your usual orbit.

শেষ লাইনটা বেশ মনে ধরল তার। তাই বার বার দাগাল।
 সেদিন বুলবুলিটা একটু বাড়াবাড়ি ধরনের হয়ে গিয়েছিল।
মনে আছে রস-কষ-শিঙ্গাড়া?
ডানহাতের বুড়ো আর তর্জনীর মাথাটা খালি পেন্সিল-কাটার দিয়ে উড়িয়ে দিয়েছিল। একটু চাপ বেশি দিতে হয়েছিল। তা বেশ। তবে শাটা ভেঙে দিয়েছিল, যাতে আর কোন দিন ডান হাত ওয়ান শটার নিয়ে আর না চমকায়।  
He was born at the bulls' hour.            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন