বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

কবিতা - ব্রততী চক্রবর্তী

বিষয়ঃ ভালবাসাবাসি
ব্রততী চক্রবর্তী



মাত্র কুড়ি মিনিটের উদাসীনতা বুঝিয়ে দেয় সামনে
নিশ্চিত বিপদ ; ত্বকের উপরে একশো চার
আর বুকের ভিতরে
মাইনাস দুশ তিয়াত্তর !

বেপরোয়া মন নিজের ক্ষমতা বোঝে কই !

অমাবস্যার স্মার্ট ক্যামফ্লেজ এখন হৃদয়ের জ্যোৎস্নায় আর
দুজনের ভাষা তখন একই বর্ণমালায় তবু অবোধ্য ;
সব ফুলের রঙ আজ
মন ভোলানো নীল

শুনেছি নীল রঙে মিশে থাকে তীব্র কালকূট -
একবার দু ঠোঁটে ছুঁয়ে যেতে চাই হাতে সময় বড্ড কম !

ছুটছে গাড়ি, আসছে স্টেশন
দুহাতে জড়াও অলীক ভুবন !

1 টি মন্তব্য:

  1. ভালো লাগলো। তবে হঠাৎ করে শেষ দু'লাইনে অন্ত্যমিল আসায় কেমন একটু বেখাপ্পা লাগলো।

    উত্তরমুছুন