বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

কবিতা - দেবাশিস কোনার

তিনটি কবিতা
দেবাশিস কোনার


আমার জন্য নয়


সব কিছুই আমার জন্য নয়
ঘেরা থাক কাঁচের দেওয়ালে সুশজ্জিত,
সভ্যতার নিদ্ড়শন এবং বাদশাহি তাম্রপত্র ৷
কেবল তুমি দেখবে দু'চোখ ভ'রে সবকিছু -
দশ্ড়কের মতো,বিচারকের দৃষ্টিতে ।
আর বেশ মজা করে ইচ্ছে হলে মাঝে মাঝে
টিফিন আর প্যাকেজ ড্রিকিং ওয়াটার চাইতে পার ।

ঠান্ডা সভাগৃহে শীতের রোদের মতো ঝরে আনন্দফুল,
দীঘ্ড় লাউঞ্জ ভেদ করে অ্যানাউন্সমেন্ট,মেটাল ডিটেক্টার
সিকিউরিটির নজর এড়িয়ে ধূমপান নো স্মোকিং জোন
আর রুফটপ রেস্টুরেন্টে বিন্দাস ভোজ ।
এ তো স্পষ্টই দেখা যায় ,তাই না ?

তোমাক শুধু তার ভিতর থেকে খুঁজে দেখি আর
ঠায় দাঁড়িয়ে থাকি মেট্রো চ্যানেলে ব্যস্ততার মাঝে
ফুচকার দোকানে । হয়তো তখন ফুচকাও
তোমার কাছে মোগলাই - যা কিনতে আমাকে প্রয়োজন .......



বৃষ্টি নামা


আইঢাই করা শরীরের অভ্যন্তরে জল ঝড়ে অবিরাম
অচিন্তনীয় কষ্টে ভেসে যায় বিদ্যুৎ মেঘের ওম্
কতটা সে যন্ত্রণা তা স্থির করতে চেয়েছি
অথচ নিজেকে কখনও বুঝিনি সঠিক
সিদ্ধান্ত নিতে না পারাটাই যদি
মাপকাঠি হয় তবে তা
প্রযোয্য হোক
স্বস্থানে

আপাতত
শান্তির জন্য
আসুন সকলে প্রার্থনা করি
ঘুণ যে ভাবে বাঁশকে ভালোবেসে প্রতিদিন
মেঠো পথে পয়ার জল ছোটার শব্দ যেমন করে
চাষীর বুকে আশার আলো জাগায় ঘূর্ণমান মেঘের সাথে
ভরকেন্দ্রে নারী শরীরের আহ্লাদ আর কাব্যময়তা কূলকিনারাহীন
বিচার করতে থাকি বৃষ্টিনামার তত্ত্ব-তালাশ এবং জাড্যমনতা আছে কী না


বাঁচার নির্ঘন্ট

দাঁড়িয়ে আছি বাসস্টপে একা শুনশান কেউ কোথাও নেই
নিশ্চুপে নিরুপদ্রুপে যেন খাঁচায় বন্দী পাখি
দূর থেকে তাক করে আছে কেউ । লক্ষভেদ করলেই
আমার মাথা থেকে ধর বিচ্ছিন্ন হয়ে যাবে ।
আমার জীবন এক সুতোর ওপর নির্ভর করে আছে
একটু এদিক সেদিক হলেই তাল কেটে যাবে
জবাবদিহী করবার কোনও আধিকার নেই আমার
মৃত্যু পরোয়ানা লেখা চিঠিতে শুধু সময় সংক্ষেপ
আমি তবুও দমতে পারি না , মনে হয় ঘুড়ে দাঁড়াই
জানি জীবনে একবার মরতে হবে । তবে কেন মরার আগে মরব ?

বৃষ্টি এসে আমাকে ভেজায় প্রবল ভাবে
এখন আমি বাঁচা মরার সন্ধিক্ষণে অপেক্ষারত
আমার এতদিনের জীবনের সব হিসেব-নিকেশ
চুকিয়ে দিতে হবে । কোনও গড়মিল খুঁজে পেলেই
জারি হবে আদেশনামা । সভ্য সমাজের আমি এখন কলঙ্ক
আমার চারপাশে এখন শকুনের দল ছিঁড়ে খাবে বলে অপেক্ষা করে আছে ।

জীবন বাজি রেখে আমি এখন ডুব সাঁতার দিতে প্রস্তুত
চোরা অভিমানে আমার দেহ থেকে খসে পড়ছে বিদ্যুত
লড়াই করতে করতে আমি এখন ক্লান্ত
আমাকে গ্রাস করে নষ্ট চাঁদ
পরিযায়ী ক্ষোভে জর্জরিত আমি
মাদক সেবনের উপকারিতার বিজ্ঞাপন দিলেই মুক্তি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন