মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - কাওসার মাসুম

পাতায় পাতায়
কাওসার মাসুম


কি করে বোঝাই
কাহারে বোঝাই
কতটা বোঝায় নত
আনত কৃষ্ণচূড়া !

বালিকা তবু ঘোরে
শাড়ীর লাল পাড়
তবু ওড়ে-
ওরে ও চৈত্র দূপুর
জলের অভাবে চৌঁচির
তাহার ও পদ্ম পুকুর !

বোঝাতে পারিনা আমি
আমার আমিতো বোঝেনা
পাখিরা শুধু জানে
জৈষ্ঠের দাব দাহে
শূন্যতা ছায়া ফেলে
বিরাট বটের শাখায় ।

সাজাতে পারিনা আমি পাতা ও ফুলে
মেলাতে পারিনা আমি ভুল ও মাশুলে ।


হলুদিয়া পাখি

রাত ছিলো যে জোছনা ভেজা
চাঁদ ছিলো কি আকাশ জোড়া ?

ভুল নিয়মে ভালোবেস তোমার কাছে আসা ?

তোমার কাছে আগুন ছিলো
ফাগুন রাঙা বিকেল ছিলো
বিকেল জুড়ে একটি পাখি
হলুদ ডানায় উড়ে উড়ে
তোমার আগুন ছুঁয়ে দিলো ?

হলুদ ডানায় উড়ে উড়ে
চাঁদের দেশে যায়নি তো সে-
ফাগুন রাঙা বিকেল ফেলে
জোছনা গিলে খায়নি তো হে !

তবু পাখি পায়নি তো- রে-
পায়নি তো- রে-
          পায়নি তো- রে-
ছটফটানি হল্লা ছাড়া –
আর কিছুই পায়নি তো- সে !


এই নদী মধুমতি


জলে ডোবে জলে ভাসে
জ্বলে জ্বলে জেগে আছে
জলে জলে নিভে নিতো
এই নদী মধুমতি ।

জলের স্রোতে চলে ঘূর্ণি জলে নদী বাঁকা
দুই পাড়ে পড়ে আছে কতশত সখী সখা
মাঝ নদী
       তবু চলে
             নিরবধি
                   একা একা ।

জলের উচ্ছ্বাসে ঢেউ কতটা হাসে কতটা কাঁদে
দূর নক্ষত্রের সাথে কতটা সরল সন্ধি সাধে
দুই তীরে
     ভেজা ঘাসে
              সে ইতিহাস-
                     কে লিখে রাখে ?


একা একা
নিরবধি
এই নদী
মধুমতি ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন