শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - মোশতাক আল মেহেদী

গুচ্ছ কবিতা
মোশতাক আল মেহেদী



(১)

সারারাত কাটকুট শব্দে পোকায় খাচ্ছে কবিতা,
আমি বিছানায় শতখন্ড হলে
টিকটিকি ডেকে ওঠে -ঠিকঠিক...



(২)

বাতাসের কাতুকুতু খেয়ে পাতাদের হাসি,
বলি এতো ভালো নয়, পড়ে যাবি।
পিঁপড়ের ভেলা হতে ইচ্ছে করে?
এসবই ছল, প্রলোভনের টইটুম্বুর ।
সবাই যেভাবে যায়
চিহ্নটুকু মুছে যায়...



(৩)

এবার বসন্তে মানুষের হাতে হাতে বাঁশ,
মগজে চৈত্রের চাষ, অপরূপ আগুনের
রান্নাঘর পোড়ে হিংস্র আগুনে
জীবনযাপনে বন্দুকের সিসা ঢুকে যায়
ক্ষমতার মনোরোগে কাঁপছে বাতাস...



(৪)

ভালবাসবো বলে যে ঘৃণা থাকবে না
অমন সহজ বাক্য মানিনা -
কারা আমার চোখ থেকে সুখস্বপ্ন ছিঁড়ে
ফেলে দেয় দুঃখের সীমানায়,
মানবিকবোধের গতরে ট্রিগার টেপে স্বদেশে রাজাকার
মিতার শরীরে বেড়ে ওঠা ভিনদেশি ভ্রুণের আগাছা
জলে জঙ্গলে পড়ে থাকা মৃতের চিত্‍কার
গোলাম আযমের তলপেটে লুকানো ছুরির ইতিহাস...



(৫)

শিমুলতলার তলে পাখি উড়ে আসে
শালিখ চড়ুই জানে ভাতবৃষ্টি হবে,
পাখির ঠোঁটের সাথে কথা বলে কবি...



(৬)

জীবন কি এমনই তেতো?
রক্ত-চিনি শুষে নেবে পদ্মবুরুজ!
গোল আলু গড়াগড়ি করলার ঝোলে...
চিকেনের ঠ্যাং নড়ে আহাম্মক পেটে।



(৭)

কতকিছু ভেসে গেল -
তবু অক্ষরে সুধা আছে ...



(৮)

অগ্নিকুন্ডে জলের ছিটা
ধোঁয়া এবার বৃষ্টিকে নাচাবে
যতো পারো করে যাও সন্ধ্যাপুজা
মন্ত্র উচ্চারণে বুঁজে আসা চোখ
ঈশ্বর কপালে চুমু রেখে মিশেছে ধোঁয়ায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন