শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - সুবীর বোস

কুয়াশা শব্দ - ৪
সুবীর বোস



আমরা নির্দিষ্ট চেয়ারে যখন পরিবেশবিদ
লুকোনো কুয়াশাগুলো অঙ্গীকারে জমা হয় ঘোলাটে মাদুরে
    তখন দর্জিরা মাপ নিলে মাছেদের বিন্যস্ত সন্ধ্যার
আহা, কী নিপুণ - মোলায়েম মিশে যায় ফাৎনা ও আগ্রাসী লোভ
                                                     জলে ঢিল আর মগজ পরম্পরায়
এসময় নবসারসের প্রায় আরোপী আদলে
প্রকৃত গর্বিত মুখ বসে থাকে আমাদের উত্তরপুরুষ

তারপর আমরা নির্দিষ্ট হই বাতিল আধুলি থেকে নতুন খেলায়! 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন