শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - সুবীর বোস

কুয়াশা শব্দ - ৪
সুবীর বোস



আমরা নির্দিষ্ট চেয়ারে যখন পরিবেশবিদ
লুকোনো কুয়াশাগুলো অঙ্গীকারে জমা হয় ঘোলাটে মাদুরে
    তখন দর্জিরা মাপ নিলে মাছেদের বিন্যস্ত সন্ধ্যার
আহা, কী নিপুণ - মোলায়েম মিশে যায় ফাৎনা ও আগ্রাসী লোভ
                                                     জলে ঢিল আর মগজ পরম্পরায়
এসময় নবসারসের প্রায় আরোপী আদলে
প্রকৃত গর্বিত মুখ বসে থাকে আমাদের উত্তরপুরুষ

তারপর আমরা নির্দিষ্ট হই বাতিল আধুলি থেকে নতুন খেলায়!