শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - সায়ক চক্রবর্তী

নীল হয়ে যাই
সায়ক চক্রবর্তী



মন ভরা আছে মন দিয়ে, শূন্যতা আকাশেই আছে
তবুও কেমন যেন লাগে, কারণ খুঁজতে গিয়ে
বিলাসিতা করো – দেখি আর নীল হয়ে যাই।

তুড়ি মারা দূরত্ব তবু অবকাশে পথ টান যেন!
কখনও দূরত্ব ভুলে ওপারে তাকাও,
দেখো, ধসে যায় প্রাণ ; কাঁচা সময়ের বুকে,
জেগেও ঘুমিয়ে আছো পোকেমন কোলে –
দেখি আজ নীল হয়ে যাই।

ঝড় আসে একদিন, দুইদিন... তারপর কোনদিন
তোমার কলিং বেল টিপে দিলে ডেকে নিও তাকে।
জানি তুমি প্রিয়তম, আরও প্রিয় হতে গেলে
দূরে গিয়ে বুকে তুলে নাও আবর্জনার স্তুপ,
একটু একটু করে কারণ বোঝো – জানি সরে যাবে,
শুধু এইটুকু আশা ; কাউকে তো ভালবাসবে!
তুমিও ভাববে জানি আড়মোড়া ভেঙ্গে – বুঝবে
কেমন করে গোলাপের পোকা দেখে নীল হয়ে যাই।