জেগে আছি
নির্মাল্য বন্দ্যোপাধ্যায়
গোপন গোপনে ডাকবে। এই ভালো। এর মধ্যে কথা বাড়াবার
এমন অসুখ কোথা পেলে? ভ্যালা অশুভম দিনটি কাবার
করে বাঁচে নিত্যসুখ, সুধা প্রভু, গোলাপী সে আলাপের ঘাট
একটু ফসকে গেলে এপিটাফে লিখিও সে প্রবল আকাট
লোহার বাসরঘরে প্রণয় বুঝিতে পারে পিরিতির ফাঁক
রাতজোড়া চন্দ্রবিন্দু ছাপ মুছে আই ডোন্ট কেয়ার মিহি টিস্যু
লোনলি গ্রহটি হাতে চলিয়াছে নিবারণ ভ্রমণপিপাসু
তাহাদের তরে বাপু কিছুক্ষণ উপস্থ ও জিহ্বাকে তালাক
কে যে কি ভাবিয়া করে, কে যে শোনে অন্যবীণা, ঢাকের প্রলাপ
প্রবাদের পৌষমাস বসিল রে সর্বনাশী এলোকেশী পাশে
না হয় কিছুটা থাক যমের অরুচি সেই অমৃতগরাসে
অতিচেনা হয়ে পড়লে স্পয়েলস্পোর্ট, সময় ছাড়ালে কালসাপ
গোপনে গোপন ডাকবে। যে আছে চোখের কাছে, বাস্তুভিটে, আলো
সুয়ো হোক দুয়ো হোক, এ প্রবীণ অন্ধকার হাতটি বাড়ালো ।
নির্মাল্য বন্দ্যোপাধ্যায়
গোপন গোপনে ডাকবে। এই ভালো। এর মধ্যে কথা বাড়াবার
এমন অসুখ কোথা পেলে? ভ্যালা অশুভম দিনটি কাবার
করে বাঁচে নিত্যসুখ, সুধা প্রভু, গোলাপী সে আলাপের ঘাট
একটু ফসকে গেলে এপিটাফে লিখিও সে প্রবল আকাট
লোহার বাসরঘরে প্রণয় বুঝিতে পারে পিরিতির ফাঁক
রাতজোড়া চন্দ্রবিন্দু ছাপ মুছে আই ডোন্ট কেয়ার মিহি টিস্যু
লোনলি গ্রহটি হাতে চলিয়াছে নিবারণ ভ্রমণপিপাসু
তাহাদের তরে বাপু কিছুক্ষণ উপস্থ ও জিহ্বাকে তালাক
কে যে কি ভাবিয়া করে, কে যে শোনে অন্যবীণা, ঢাকের প্রলাপ
প্রবাদের পৌষমাস বসিল রে সর্বনাশী এলোকেশী পাশে
না হয় কিছুটা থাক যমের অরুচি সেই অমৃতগরাসে
অতিচেনা হয়ে পড়লে স্পয়েলস্পোর্ট, সময় ছাড়ালে কালসাপ
গোপনে গোপন ডাকবে। যে আছে চোখের কাছে, বাস্তুভিটে, আলো
সুয়ো হোক দুয়ো হোক, এ প্রবীণ অন্ধকার হাতটি বাড়ালো ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন