শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - বিলাল হোসেন

ঝুলে যাওয়ার গল্প ...
বিলাল হোসেন



বৈদগ্ধের চামড়া ঝোলার গল্প সবখানে হাত পা ছড়ালে
আত্মসাৎ করে নেয় সত্যমিথ্যার সবটুকু— প্রপঞ্চ সময়
পা পিছলে পড়ে যাবার আগে আগে
শুষে নেয় বিদ্যারস মৃত্যুখাদের দেয়াল
অর্থ-টানে শুকিয়ে চ্চর চ্চর তার জংধরা সকাল,
শুষ্ক বিলম্বিত দুপুর,
নির্ঘুম রাতের পাশ ফেরা বাতাসের
কষ্টকষ্ট ধড়ফড়ানি

বুদ্ধির গোঁড়ায় বেড়াকাটে পোষা ইঁদুর

মণনের তুলা ভরা
কোলবালিশের ফুটো বেয়ে গড়ায় সুষমা
বলিরেখা নর্দমায়

কীটের দেহে ঝলকায় কিংবদন্তীর আলো

আর দ্যাখো—
এই আলোতে নিভে গেল জ্যেষ্ঠ ভ্রাতা –
জ্ঞান-সূর্য যার নাম

—এইভাবে চামড়া ঝোলার গল্পের ঝুলি ভরতেই থাকে
সময়ের , বৈদগ্ধের