শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - মৃণাল বসুচৌধুরী

নিষিদ্ধ দহন
মৃণাল বসুচৌধুরী



স্মৃতি এক পুরনো অসুখ
        শুশ্রূষাবিহীন কোন
                  নিষিদ্ধ দহন
হয়ত বা চিত্রকলা
        শুদ্ধতম ভোরের বকুল

স্মৃতি এক মৃগনাভি
        হলুদকুসুম
        ছায়ামাখা মন্দিরের সিঁড়ি
অথবা আহ্লাদি কোন পদ্মপাতা
        কাঙালিনী পথের নূপুর
অমলপ্রবাহে এক
        বিবাগী চড়ুই
        বৃষ্টিভরা মেঘ কিংবা
                    শব্দের পাঁচিল
শূন্যঘরে অলৌকিক
        সোনালি আশ্রয়

স্মৃতি এক শব্দহীন সুখ
        জ্যোৎস্নায়
        ছিন্নমূল শিকড়ের গান
কখনো বা আর্তনাদ
        অশরীরী বিষাদ -পুরাণ