শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - তন্ময় ভট্টাচার্য

ইনফ্যাচুয়েশান
তন্ময় ভট্টাচার্য



ছাদ থেকে ধাপে ধাপে নীচে নেমে এলো যে বিড়াল
গায়ে আবিরের ছোপ, একচোখ ধূসর সবুজ
কপালের মাঝখানে ও গলায় আঁচড়ের দাগ
হলদেটে লোম পুড়ে নির্বিষ হয়েছে তখনই
যখন ছাদের থেকে ধাপে ধাপে নীচে নেমে এলো

আধিভৌতিক বা কাব্যিক কোনো রূপ নেই
নিছক সন্ধেবেলা, এই সাড়ে সাতটা নাগাদ
মা তখন গোগ্রাসে সিরিয়াল গিলে চলেছেন
বাবার সামনে ডাঁই বাজারের ফর্দাবলী
আমি শেলী ঘেঁটেঘুটে ড্যানি ব্রাউনকেই খুঁজছি
এমন সময় ধাপে ধাপে নেমে এলো সে বিড়াল

নতুন বৌঠানের পায়ে ফোটা কাঁচের রাণু
ডেসডিমোনার নিষ্পাপ চোখ,ঘুমন্ত দেহ
চন্দ্রমুখীর নাচ, ঘোমটা জড়ানো বিনোদিনী
ফজিলতুন্নেসার মুখ ভেবে বিরহ-গাঁথা
সব হারানোর পরে উদাসীন সর্বজয়ার
অভিযোগহীন রাত,তসলিমা নাসরিন,নীরা...
আমার শক্ত কোলে মাথা রেখে সবাই শুলো

বিড়ালটা জানলার ফাঁক দিয়ে চেয়ে থেকে থেকে
আরো নীচে নেমে গেলো...হয়তো বা কাঁটার খোঁজেই