জলকাব্য
আকতার হোসাইন
ভালোই জমেছে জল, শেষাবধি সমতল
আমাকে রেখেছে তার বক্ষে
আমি যে সাঁতার জানি, সেটা জানে কালাপানি
তবু যে হেয় জলসমক্ষে।
জলের পীরিতে মরি, জল যতো হোক অরি
জলে ভাবি অন্তিম যাত্রা
শিয়রে জলের গান, জল জেনে বিষ পান
শিশিতে যা ছিল শেষমাত্রা ।
দুই চোখ টলোমলো, ঠোঁটে স্রোত কলকল
জলে ভারী বক্ষ-নিতম্ব
ভাসে সবই জলাধারে,কূলহীন পারাবারে
ভেসে যায় সাঁতারের দম্ভ।
দেহ ভাসে, দেহ ডোবে, দেহাতীতে দেখা
অন্তিম সমতলে মিহি বাঁকরেখা
সেই রেখা তৃষ্ণায় কাঁদে দিনরাত
পিপা দেখে ভাবে বুঝি হবে জলপাত
জলভারে কুঁজো, তবু মারে জল বিনা
এই বুঝি মোক্ষম প্রিয়-দক্ষিণা।
আকতার হোসাইন
ভালোই জমেছে জল, শেষাবধি সমতল
আমাকে রেখেছে তার বক্ষে
আমি যে সাঁতার জানি, সেটা জানে কালাপানি
তবু যে হেয় জলসমক্ষে।
জলের পীরিতে মরি, জল যতো হোক অরি
জলে ভাবি অন্তিম যাত্রা
শিয়রে জলের গান, জল জেনে বিষ পান
শিশিতে যা ছিল শেষমাত্রা ।
দুই চোখ টলোমলো, ঠোঁটে স্রোত কলকল
জলে ভারী বক্ষ-নিতম্ব
ভাসে সবই জলাধারে,কূলহীন পারাবারে
ভেসে যায় সাঁতারের দম্ভ।
দেহ ভাসে, দেহ ডোবে, দেহাতীতে দেখা
অন্তিম সমতলে মিহি বাঁকরেখা
সেই রেখা তৃষ্ণায় কাঁদে দিনরাত
পিপা দেখে ভাবে বুঝি হবে জলপাত
জলভারে কুঁজো, তবু মারে জল বিনা
এই বুঝি মোক্ষম প্রিয়-দক্ষিণা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন