তাসের ঘর
রাহাত মুস্তাফিজ
সারাটা ঘর জুড়ে নিঃসঙ্গতা দীর্ঘশ্বাস ফেলে
কেটে কেটে খাই বিরহী প্রহর
অদ্ভুত প্রহর তবু ঝুলে থাকে বাদুড়ের মতো ।
এতো প্রেম ছড়িয়েছিলে সেই কবে
আজও পারিনি তাই গুছিয়ে উঠতে
থোকা থোকা ভালোলাগা আশ্লেষে চেপে ধরে ।
ঠিক পরেই নিঃশব্দে কাঁটার গোলাপ ফোটে
পাড় ভাঙ্গে দুকুল জুড়ে
আর আমি ভাঙ্গি বোকা বোকা সময় ।
তৃষ্ণার পানপাত্র ভরে থাকে রঙ্গিন বিষণ্ণতা
অবসন্ন ঝাপসা চোখে দেখি স্বপ্নের ঘরবাড়ি
দেখি, ঝাউ বনের মতো নিবিড় তোমার ঠোঁটে
আমার মসৃণ বন্য বাড়াবাড়ি ।
কেন বলে গেলে না যাওয়ার আগে
তাসের ঘরে আমি ছিলাম রাজা আর তুমি ছিলে রানী ... ?
সারাটা ঘর জুড়ে নিঃসঙ্গতা দীর্ঘশ্বাস ফেলে
কেটে কেটে খাই বিরহী প্রহর
অদ্ভুত প্রহর তবু ঝুলে থাকে বাদুড়ের মতো ।
এতো প্রেম ছড়িয়েছিলে সেই কবে
আজও পারিনি তাই গুছিয়ে উঠতে
থোকা থোকা ভালোলাগা আশ্লেষে চেপে ধরে ।
ঠিক পরেই নিঃশব্দে কাঁটার গোলাপ ফোটে
পাড় ভাঙ্গে দুকুল জুড়ে
আর আমি ভাঙ্গি বোকা বোকা সময় ।
তৃষ্ণার পানপাত্র ভরে থাকে রঙ্গিন বিষণ্ণতা
অবসন্ন ঝাপসা চোখে দেখি স্বপ্নের ঘরবাড়ি
দেখি, ঝাউ বনের মতো নিবিড় তোমার ঠোঁটে
আমার মসৃণ বন্য বাড়াবাড়ি ।
কেন বলে গেলে না যাওয়ার আগে
তাসের ঘরে আমি ছিলাম রাজা আর তুমি ছিলে রানী ... ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন