মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

গুচ্ছ কবিতা - রাজ মাসুদ ফরহাদ

দলছুট পাথর
রাজ মাসুদ ফরহাদ


সকালের শুভ্র ক্ষেতালো
দুলছে যখন তোমার আঁচলের মন্দিরে
তখনও দিচ্ছেন ‘আজান’দেবী
বারো হাত বাড়িয়ে

হতে চাওনি মুখোমুখি
কেঁপেছ—একা একা

ডেকেছহাত তুলে
আল্লাহ
পূজোরডালিতে
ভরেছো কতনা ঈশ্বর

পাথরে পাথর জ্বলে উঠতে-ই
দলছুটরা গেছে আগুনের পথে

তোমরা গড়েছ মিনার মন্দির

দেখো, তবু থামেনি
দলছুট পাথরের জ্বলে উঠা!


পৃথিবীর চোখ আগুনমুখো
কারও কারও নীল চোখ
কুঁড়েটির ছাদে
দুলছে;
পুকুরের জলে প্রেমিকাদের হৃদয়
ভাসছে; ডুবছে

ভাতের থালায়
নিলপাড়ের শাড়ি
কি জানি কি বলছে

লাটিম ঘুরাতে ঘুরাতে
সবুজের বুকে লাল লাল
স্বপ্ন-চিঠি
কারা জানি খোঁজ দিয়ে গেলো
— পৃথিবীর চোখ আগুনমুখো!



স্টেশন


প্রতিটা ট্রেন ফুঁকতে ফুঁকতে হুইসেল
এগিয়ে আসে;

হাতে নিয়ে লাল সবুজ পতাকা
দাঁড়িয়ে যায় মনু
ঝিকঝিক চলে যায়
থামে না ট্রেন কোনকাল!


বাড়িতে তার ধিকিধিকি জ্বলে
চুলো; কলমিলতা আর পুঁইশাকের
জীবন

চেয়ে থাকে অপলক
ট্রেন থেকে নেমে আসবেন
রাজা; হাঁড়িতে হবে রান্না
পোলাওলাল মাংসে!


পৃথিবীর আগুন


আমি নই পৃথিবীর আগুন —অতীত মুখি
                        — দুটি হাত ডেকেছিল

চোখ ডলে খুঁজেছি হৃদয়ের স্পন্দন
                                      আঙুলে গালে
দু ফোঁটা জল গড়িয়ে
টল টল
হাতের মুঠোয়
                   সুর তুলছে পিয়ানো

কেউ কি দেখেছে
                   হৃদয়ে কতটা রক্তক্ষরণ
                                     হলে সূর্য কাঁদে
                                     ভোরের পাখির ডানায়

ঘড়ির কাঁটা ঘুরছেকতনা সহজে
দেখো,
দু ফোঁটা জল বুকে বইছে কত সময়—পৃথিবী!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন