কবিতা - কৃষ্ণেন্দু পাত্র
কৃষ্ণেন্দু পাত্র
মাছরাঙা ও বুদ্বুদ
চিকন রাতের ডিফথঙ...চাঁদেও
তো ঈদ খুশবুর বনসাই পেরিয়ে
হাতে মশগুল রুপোলি
মন্থর শস্যে কেউ কেউ
উবে যায় বুদ্বুদ
কবুতর
স্মৃতির স্পর্শে জেল্লা ..তরল
চিয়ার্স এর জিম্মায়
ফিলহাল ইনজুরি আর আকর্ষ
রাতস্রোত বুঁদ হয়ে আসে
ঠোঁটে
আগুন ও ডায়ালগ
কাচের হাঁয়ে চুমুক
আরও মাছরাঙা নামে..
bhalo laglo
উত্তরমুছুন