কথা কলি -১
তুষার সর্দার
‘অবাক সোনা ঝরছিল সবাকে
দুই হাতে, কণ্ঠে, যুগল অংসে
ওষ্ঠে, অধরে, অলকে, আঁখিতে...
সোনা... শুধু দ্রবীভূত সোনা...
উপচে পড়ছিল তোমার সর্বত্রে !
‘- তখুনি কেন ছুঁয়ে নাওনি আমাকে,
বারবার..?? যদি দ্রবীভূত হয়েই থাকি
সেতো তোমাতেই আলগ্ন হব বলে,
সেই উপচিত হিরণ্যতা ব্যর্থই তবে !
‘- আভুবন নিলীন থেকেছিল তুমিতে
একডাল সদ্যযুবতী শিউলি পর্যন্ত
শুধু তোমার গায়ের গন্ধে ভরা...
আমিও তো উপচে পড়া, - তোমাতে !
তুষার সর্দার
‘অবাক সোনা ঝরছিল সবাকে
দুই হাতে, কণ্ঠে, যুগল অংসে
ওষ্ঠে, অধরে, অলকে, আঁখিতে...
সোনা... শুধু দ্রবীভূত সোনা...
উপচে পড়ছিল তোমার সর্বত্রে !
‘- তখুনি কেন ছুঁয়ে নাওনি আমাকে,
বারবার..?? যদি দ্রবীভূত হয়েই থাকি
সেতো তোমাতেই আলগ্ন হব বলে,
সেই উপচিত হিরণ্যতা ব্যর্থই তবে !
‘- আভুবন নিলীন থেকেছিল তুমিতে
একডাল সদ্যযুবতী শিউলি পর্যন্ত
শুধু তোমার গায়ের গন্ধে ভরা...
আমিও তো উপচে পড়া, - তোমাতে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন