আলেয়ান্ধকার
রাজর্ষি মজুমদার
কিছু রাস্তা আলাদা করে রাখা থাকে আমার – আয়েস করে হাঁটার জন্যে। যখন ব্যাস্ততা থাকে ঐ রাস্তা মাড়াইনা পরাতপক্ষে , হয়ত অস্তিত্বের সংকট হতে পারে।
কেউই প্রস্তাব রাখেনি , প্রকৃত বা চূড়ান্ত কোনও ধরনেরই নয় – যে আমার অন্য রাস্তা দিয়ে ফেরা উচিত।
অন্ধকারের এক নিজস্ব স্বাধীনতা রয়েছে। উত্তরে আট গজ বিস্তৃত ও পশ্চিমে তিন ছটাক পরিমাণ ব্যাপ্ত হলেও এর স্বাধীনতাকে কোনভাবে অস্বীকার করা যায়না। আমার চূড়ান্ত স্বাধীনতাপ্রেমী শরীর তাই অন্ধকারেই ফিরতে পছন্দ করে – পেটে ঠাণ্ডা অন্ধকার লাগাতে লাগাতে। অন্য রাস্তার আলোর নুন্যতম কম্পন ও কল্পনা বাতিল করে দিই ; প্রকৃত প্রস্তাব থাকা সত্বেও।
কিছু রাস্তা আলাদা করে রাখা থাকে আমার – আয়েস করে হাঁটার জন্যে। যখন ব্যাস্ততা থাকে ঐ রাস্তা মাড়াইনা পরাতপক্ষে , হয়ত অস্তিত্বের সংকট হতে পারে।
কেউই প্রস্তাব রাখেনি , প্রকৃত বা চূড়ান্ত কোনও ধরনেরই নয় – যে আমার অন্য রাস্তা দিয়ে ফেরা উচিত।
অন্ধকারের এক নিজস্ব স্বাধীনতা রয়েছে। উত্তরে আট গজ বিস্তৃত ও পশ্চিমে তিন ছটাক পরিমাণ ব্যাপ্ত হলেও এর স্বাধীনতাকে কোনভাবে অস্বীকার করা যায়না। আমার চূড়ান্ত স্বাধীনতাপ্রেমী শরীর তাই অন্ধকারেই ফিরতে পছন্দ করে – পেটে ঠাণ্ডা অন্ধকার লাগাতে লাগাতে। অন্য রাস্তার আলোর নুন্যতম কম্পন ও কল্পনা বাতিল করে দিই ; প্রকৃত প্রস্তাব থাকা সত্বেও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন