মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

কবিতা - রৌপ্য রায়

যদি পরিচয় পাওয়া যেত
রৌপ্য রায়



যদি পরিচয় পাওয়া যেত
জনসমুদ্রে তোমায় নাম ধরে ডাকতাম
দশ বিশ টা মাথা হয়তো উঁকি দিত না পিছনে ।
চিনতে হত না হাজার ভিড়ে ।

যদি পরিচয় পাওয়া যেত
তোমায় ঠিকানা ধরতাম
অচেনা গলিতে খুঁজতে হত না আর ।
লোকের মুখে বলতাম না তোমার নাম

যদি পরিচয় পাওয়া যেত
না ভেবেই নীল সমুদ্রে ডুব দিতাম
ঝিনুক গর্ভে মুক্তা খুঁজতে
তোমায় দেব বলে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন