বিষণ্ণ চিবুক
সুদীপ মুখোপাধ্যায়
আমি ভিক্ষা করে নিতে চাই শান্তি ওসুখ
বাতাসেতে কেপে ওঠে বিপন্ন চিবুক।
সর্তক পবিত্রতা কিছু নেই বাকি
তোমার এ আদালতে ফুরোলো চালাকি
আমি তো অনাথ চীর বসনটি সার
তুমি কি মারতে চাও মৃত কে আবার
বালিশ তোষক কাথাঁ পুরোনো চাদর
আমার কলম জুড়ে এ ভরা বাদর
লিমুসিন চাইনি তবু ওহাতে সুন্দরী
শান্তি চাইলে প্রভু বানাও ভিখারী।
আমি ভিক্ষা করে নিতে চাই শান্তি ওসুখ
আলোর অন্য কথা প্রবল বলুক
আমি ভিক্ষা করে নিতে চাই শান্তি ওসুখ
বাতাসেতে কেপে ওঠে বিপন্ন চিবুক।
সর্তক পবিত্রতা কিছু নেই বাকি
তোমার এ আদালতে ফুরোলো চালাকি
আমি তো অনাথ চীর বসনটি সার
তুমি কি মারতে চাও মৃত কে আবার
বালিশ তোষক কাথাঁ পুরোনো চাদর
আমার কলম জুড়ে এ ভরা বাদর
লিমুসিন চাইনি তবু ওহাতে সুন্দরী
শান্তি চাইলে প্রভু বানাও ভিখারী।
আমি ভিক্ষা করে নিতে চাই শান্তি ওসুখ
আলোর অন্য কথা প্রবল বলুক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন