মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - শর্মিষ্ঠা ঘোষ

আমি ডেকেছি বলে
শর্মিষ্ঠা ঘোষ



আমি ডেকেছি বলেই যেন দায়মুক্ত তুমি
ছেড়ে যাবার অমোঘ ভাসাও ছুতোয় নাতায়
আমি চেয়েছি বলেই নাকি চুমুদের হরতাল
জলে নেমেছি বলেই যেন কুমির খুঁজছে ডাঙ্গা

সাদামাটা কভারে আত্মঘাতী শেষমেশ ঢিলটি
পিছে পিছে প্রশ্নের ভীমরুল, সময় দাও ভগবান
ফিরে যাক ততক্ষণে আপ্রোচ রোডের রতিসখ

ফিরে যাক মামুলি কথোপকথন বিপর্যস্ত রাত

ভালোবাসা নেমে এলো বুঝি টিপিক্যাল সঙ্কেতে
ডিকোড করতেই আধা গল্প শেষ সিকি অন্ধকারে
সিকি আঁকড়ে নিজের ভাবি মাদুলি করি কোমরে
বিছের মত ঘুরে বেড়ায় এটুকু বিষে মরণও হয় না 
 
 

1 টি মন্তব্য:

  1. আমি ডেকেছি বলেই যেন দায়মুক্ত তুমি
    ছেড়ে যাবার অমোঘ ভাসাও ছুতোয় নাতায়
    আমি চেয়েছি বলেই নাকি চুমুদের হরতাল
    জলে নেমেছি বলেই যেন কুমির খুঁজছে ডাঙ্গা
    মুগ্ধতা রাখলাম কবি

    উত্তরমুছুন