মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - সৌমিত্র চক্রবর্ত্তী

ছায়া
সৌমিত্র চক্রবর্ত্তী



যাতায়াতের রেলিংয়ে পেঁচিয়ে সর্বদাই ইশারায় ডাকে ✔ রেললাইনের সমান্তরালে ওকে পেছনে ফেলে এগিয়ে যাও ✔ শুকনো পাতায় সরসর আওয়াজ তুলে ✔ মাঝেমধ্যে সামনে এসে লোলুপ দৃষ্টি মাখিয়ে ✔ গা চেটে ফিরে যায় আবারও এবং ✔ বারবার ফেরার অশুভ আকাঙ্খায় ✔ শেষের সেদিনের গল্প চাউর যতই করুক বিষমাখা নিত্যহাওয়ায় ✔ সেখানেই ফেলে রেখো প্রথম আলো দেখার দিনে ✔ যে অবলীলায় দুপায়ে ঠেলে এসেছিলে ✔ মৃত্যুকে বশম্বদ কর যন্ত্রমানুষ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন