উত্তর সুমন পাল
অনেকদূর চলতে চলতে হঠাৎই এসে
থেমে যাই,
সামনে ধূ ধূ করছে মাঠ,
খোলা আকাশের নীচে দাঁড়িয়ে একা আমি
অজস্র প্রশ্ন এসে ভিড় করছে ম্নের জানালায় ।
তখন রোদের তীব্র আলো চোখের তেজ যেন
কমিয়ে দিতে চাইছে,
সেই আলো আমার মনের প্রশ্নগুলোকেও
দমিয়ে রাখতে চাইছে মনের চিলেকোঠায়,
কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর আজও তো
আমি পেলাম না ।
অনেকদূর চলতে চলতে হঠাৎই এসে
থেমে যাই,
সামনে ধূ ধূ করছে মাঠ,
খোলা আকাশের নীচে দাঁড়িয়ে একা আমি
অজস্র প্রশ্ন এসে ভিড় করছে ম্নের জানালায় ।
তখন রোদের তীব্র আলো চোখের তেজ যেন
কমিয়ে দিতে চাইছে,
সেই আলো আমার মনের প্রশ্নগুলোকেও
দমিয়ে রাখতে চাইছে মনের চিলেকোঠায়,
কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর আজও তো
আমি পেলাম না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন