মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

কবিতা - দেবব্রত সরকার

অনন্তডাক
দেবব্রত সরকার



সমস্ত দিন একলা ঘরে তাই অবসর

অতীত রোদ কাব্য কথায় মিথ্যা ধূসর




ভুলের শব্দ জীবন ঘোড়ায় খুব ছুটছে

সিঁড়ির শব্দ কফিন বোঝায় তাই ছুটছে


এই পৃথিবী নীরবতার শ্যামলা আদল

ভাবতে পারি নিজের কথা আমরা কেবল


কিন্তু কেন খাপছাড়া মন ছায়ার ভেতর

আড়মোড়া সব নিহত সমর শেষ, রাস্তা সদর


কেবল আমরা না । ভাবি না । পরের কথা
ঘোড়সা মেঘে ব্জ্র-বাতি ওড়ে বৃষ্টি ছাতা


পরের কথা ভাবতে গেলে এই ভগবান

প্রেমটা জবর থাকতে হবে সব অবসান


নিহত হার তুলতে পারি কবর খুঁড়ে

আমরা বাহির গাছের শরীর পাতাল ফুঁড়ে


কিন্তু সেসব হার খসে যায় ন্র কঙ্কাল

বিদ্যে বুদ্ধি গিঁট মেরেছি ঐ পাঠশাল


একটি কেবল মিথ্যে কথা লিখতে পারি

হয়নি যেন তোমার সাথে আমার আড়ি


শুধুই আমি রাস্তা হারাই হাজার সে বাঁক

তাকিয়ে থাকি আসবে কবে অনন্তডাক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন