মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

কবিতা - জুবিন ঘোষ

পরিবর্তন ও তৃতীয় লিঙ্গ জুবিন ঘোষ



এই পরিবর্তন আসলে তৃতীয় লিঙ্গ ।
তোমাকে ঘিরে এইসব নির্মেদ রূপান্তর
ওপাশ দিয়ে ছুটে আসছে বিশ্বস্ত সঙ্গী
উলুধ্বনিতে শুনি সন্ধির গুরুত্ব
বিছানায় কিচকিচ করছে বালি
জিভ উলটানোর চেয়ে ভয়ংকর
কাদম্বরীর মৃত্যুর ভেতর যেসব প্রবাদ লুকিয়ে ছিল
ভিড়ের মধ্যে ভ্রূক্ষেপ না করেই খুঁজি দীপিকা পাকরুন ।
#
সহজভাবেই একটা নুড়ি জুতোর ভেতর ঢোকে
বুঝতে পারি, আসলে পরিবর্তন ওই উঁচুটুকু থাকার মতোই
একপক্ষের ভয় অন্যপক্ষের কাছে বাধা হয় না । 


২টি মন্তব্য: