মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

কবিতা - অভিনন্দন মুখোপাধ্যায়

যোগী অভিনন্দন মুখোপাধ্যায়



কথিত মায়ার দলে আমি এক অভিশপ্ত যোগী।
তোমার অসুখ ছুঁয়ে নিভে যাই।পালাক্রমে বিষাদ সম্ভোগী
হয়ে পড়ি।কুয়াশার মত গ্রাস করে পাললিক জ্বর।
অনন্তে ভাসাও ছায়ার জাহাজ হে ব্যর্থ কারিগর।
হাওয়ার খোলস থেকে ডাক দ্যায় চন্দ্রাহত বাঁশী।
শ্বাসের আকাল জাগে।আমি সেই তীব্রতম মূঢ় সন্ন্যাসী
দিনক্ষয় করতে থাকি।কমন্ডলু ভরে যায় নক্ষত্র দুধে।
তোমার সখ্য বাড়ে মৃত মৌমাছি আর ব্যাথার ওষুধে।
এইসব ঋতাভরী মধু ডুবে যাবে প্রতিবিম্ব জলে
ভেসে উঠবে অভিশপ্ত যোগী কথিত মায়ার কারুদলে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন