শনিবার, ২ নভেম্বর, ২০১৩

গুচ্ছ কবিতা - পৃথা রায় চৌধুরী


গুচ্ছ কবিতা
পৃথা রায় চৌধুরী




বাহিরজাল

মাঝরাতের একা বোকা শয়তান
কানা ফুটপাথে পূর্ণিমা মাখে
দৃষ্টিতে গ্রহণের চাঁদ আটকে নিয়ে
জাগে খিদমতখাটা নেড়িটার সাথে

সার বেঁধে শুয়ে চুপচাপ ঘুমেরা
বিনা টিকিটে নরক যাত্রা দেখে
অবাধ্য চাহিদার দামোদরী স্রোত
অশান্ত আঁচড় কাটে হিম যন্ত্রীতে

কিছু স্বপ্ন পড়ে থাকে নির্যাস কোষে
মৃতের প্রাণ সঞ্চার অবাধ উল্লাসে
দানা দানা ভিক্ষার রক্ত চলাচল করে
ধমনী থেকে পাঁচতারা কুঠুরিতে


ইচ্ছে রঙের স্বপ্ন

একটা কুয়াশা রঙা স্বপ্ন দিবি
আজ আবছা হয়ে থাকতে চাই
বাগানের ফোয়ারাও যেন লজ্জা পায়
এমন হীরের কুচি ভরিয়ে দেবো
শুধু মাঝরাতে সূর্য ওঠার অপেক্ষা।

একটা লাল মাটির স্বপ্ন দিবি
মাটি নিকনো উঠোন হতে চাই
ডুরে শাড়ির গাছকোমরে
মাদলের তালে নেশা হব নিজে
শুধু লাল পলাশের মালা গাঁথার অপেক্ষা।

একটা মানি-প্লান্টের স্বপ্ন দিবি
লেপটে থেকেই বাঁচবো নাহয়
সুন্দর দেখবি আমার সর্পিল বাঁধন
সবুজ রাঙ্গাবো সারাটা দিন
শুধু কাঁচের নক্সাকাটা ফুলদানিটার অপেক্ষা।

একটা পাখীর স্বপ্ন দিবি
মেলবো ডানা সুদূর নীলে
মেঘের আড়াল ধরে লুকোচুরি খেলে
কঠিন সোহাগে ধরা দিয়ে জিতবই
শুধু আকাশ-অর্ণবির দিগন্তের অপেক্ষা।


স্বীকৃতি মিলবে না


চলতে চলতে
হঠাত চারুলতা গোনে চাপা নিঃশ্বাস
চকিতে দেখে নেয়
সন্ধ্যে বেলার সূর্য্য ওঠা

এখনি কি ফিরতে হবে

বলতে বলতে
হঠাত চুপ করে যায় অমল
জাফরি ভেদ করে আসা
আলোর নকশা বুঝি আড়ি পাতে
রিংটোন এক আঘাতে থেমে যাবে

জ্বলতে জ্বলতে
হঠাত ছাই চাপা ফুলকি
ছিটকে উঠে পোড়ায়
পর্দানসীন মন , বেপাড়ায়
খুনসুটি অন্তর্জাল বিলাসী , কোথায় কবে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন