শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

কবিতা - তন্ময় ভট্টাচার্য

আশঙ্কাময়ী
তন্ময় ভট্টাচার্য



রক্ত দে মা শঙ্কাময়ী
ডবকা ছুঁড়ি পটছে না

মেঘলা দিনেও মন গলে না
চোখ মারা-টাও ঘটছে না

শক্ত হ' আশঙ্কাময়ী
নাম লিখেছি হাত কেটে

আপলোডে কাল নেট ঝোলালো
পকেট ঝুলে খেপ খেটে

টাটকা তাজা ডবকা ছুঁড়ি
জন্তু সেজে বলবে - "আয়

তুই তো আমার মরদ আছিস
চিলের মতো ঠুকরে খা"

এই না হলে,শঙ্কাময়ী
রক্ত ফেলে লাভ-টা কী

ঠোঁটের ফাঁকে ঝুলবে ছুঁড়ি
শরীর জোড়া গোস্তাকি

রাগিস নে আশঙ্কাময়ী
তুই তো নিজেই ঠ্যাং তুলে

বরের চোখে ঘোর এনেছিস
আমিই শালা চুলবুলে! 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন