শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

কবিতা - প্রমিতা ভৌমিক

তোমার উড়িয়ে দেওয়া চুম্বন
প্রমিতা ভৌমিক



তোমার উড়িয়ে দেওয়া চুম্বন
পলাতক পাখির মতো খুঁজেছে আমায়
আর আমি ছড়িয়ে দিয়েছি সোনালি অসুখ

যন্ত্রণার পাশে এতো প্রলোভন
সন্ধের পাশে নিঃসঙ্গ নগর-

তোমার সন্ধে মানে ককটেল পার্টি,
তোমার সন্ধে মানে অলিপাব,
রেড ওয়াইন,মাংস-মাংস মাতাল শরীর

অন্ধকার লুট করছো আজ
আর তোমার ব্যস্ত বাইপাসের পাশে
নদী হয়ে বয়ে যাচ্ছি আমি

অলীক,তুমি জানবে না-
নদীর মতো নারীরও পা ছোঁয়া যায়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন