শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

কবিতা - মনোরঞ্জন বর্মণ

সেই স্মৃতি
মনোরঞ্জন বর্মণ



সেদিন মেঘে ঢাকা আকাশের পাশে চাঁদটা
দিয়েছিল আমায় আলো ,
হিম শীতল বাতাসে বালুচর দিয়ে হাটতে হাটতে
পৌছে ছিলাম খেয়া ঘাটে ।
জন মানবহীন পাথারের শৃগাল কুকুরের ডাক বাদে
তুমি ছিলে পাশে ,
আমার মানব বন্দনার তুমি পবিত্ৰ কাশ ,
যে কাশের আগমনে শারদে ঘটে মহত্‍সব ।

চোখে ফোটা সব শিউলি ফুলগুলো ঝড়ে
দক্ষিনা বাতাসের স্মৃতি গন্ধ ,
অঙ্কে অঙ্কে ভরে যাওয়া পাতা গুলো
শুধু গচ্ছিত থাকে জোস্নার মৃদু আলোয় ।
পিদ্দিম থেকে পুড়ে যাওয়া কেরোসিনের মত...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন