শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

কবিতা - অভিজিৎ দাস

ঘুণত্ব
অভিজিৎ দাস



মাছের বাজারে বিড়াল কুকুরের বন্ধুত্বে
যদি আইনস্টাইন হয়ে পড়ো,
বিস্কুটের টুকরো গুলোকে প্রশ্ন করো
কেন ওরা প্যাকেট বন্দী হয়।

প্যাকেট করা আর খোলা
মধ্যে যে দূরত্বটুকু,
তাকে খড়কুটো করলে না
কফি হাউসের টেবিল সমেত ডুবে গেলে।

যে বিশেষ দিন গুলোতে
সেলাই বরাবর তিন টুকরো হয়ে যাও।
বাজারের ব্যাগ অজগর হয়
সন্তানকে সাইকেলের চাকা ভেবে বসো।

তাঁরই স্পোক জুড়ে একটা বড়শি বানিয়েছি
যাতে মাছ বেড়াল কুকুর
এমনকি,আইনস্টাইন ও সেই দুরত্ব গাঁথা যায়। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন